• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মুক্তির প্রথম দিনেই কলকাতায় ‘তুফান’র ধস

আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২৪, ২২:৪২

বাংলাদেশের পর শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ছবিটি। তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত আলোচিত এ সিনেমাটি।



কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বৃহস্পতিবার (৪ জুলাই) সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক, নায়িকা, কলাকুশলীরা অংশ নেন। অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। ছোট পর্দার অভিনয়শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়ার শোতে। জমকালো প্রিমিয়ার শোর পর শুক্রবার (৫ জুন) যখন সিনেমাটি রিলিজ দিলো তখন দর্শক সাড়া পায়নি। এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দেওয়া হয়।

বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, সাউথ সিটি আইনক্সে দুপুর ১২টার শোয়ে ১০ জন দর্শক এবং বিকেল ৪.৩৫-এর শোয়ে মাত্র ১৮ জন।



এদিকে লেক মল সিনে পলিসে বিকেল ৪.২৫-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র ১২টি। সন্ধ্যা ৬টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে মাত্র ৩৬টি।

রিলিজের প্রথম দিনেই দর্শক খরার এমন চিত্রে বেশ হতাশ হল মালিকরা। তারা জানান, সবে মাত্র প্রথম দিন। এক-দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি।

অনেকেই বলছেন যেখানে এখন দেব, জিতের সিনেমাই চলে না সেখানে অন্য দেশের নায়কের সিনেমা কীভাবে সুপারহিট হবে?

প্রসঙ্গত, অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী
স্টেডিয়ামে বসে দলের হার দেখলেন শাকিব খান
ঢাকার ম্যাচ দেখতে মিরপুরে আসছেন শাকিব খান
শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা