• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মৃত্যুর সময়ও চারজনের জীবন বাঁচিয়ে গেলেন অভিনেতা মাইক হেসলিন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ জুলাই ২০২৪, ১৩:৩২
ছবি সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন হলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা মাইক হেসলিন। গত ২ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেতার। মাত্র ৩০ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল তার। তবে মৃত্যুর সময়ও চারজনের জীবন বাঁচিয়ে গেলেন এই অভিনেতা। সূত্র: দ্য হলিউড রিপোর্টার।

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন তার জীবনসঙ্গী গায়ক স্কটি ডায়নামো।

আমেরিকার গণমাধ্যমের সূত্র অনুযায়ী, স্কটি ইনস্টাগ্রামের বিবৃতিতে জানিয়েছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাইক। মৃত্যুর আগে এক সপ্তাহ হাসপাতালে লড়াই করেছেন তিনি। একাধিক ক্যানসারেও আক্রান্ত ছিলেন মাইক।’

স্কটি ডায়নামোর এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

তিনি আরও জানান, মরণোত্তর অঙ্গদান করে গেছেন মাইক। তার অঙ্গে জীবন বাঁচবে চার জন ব্যক্তির। ওই পোস্টে মাইকের সঙ্গে কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন স্কটি। যেখানে রয়েছে গত নভেম্বরে তাদের বিয়ের মুহূর্তও।

প্রসঙ্গত, লায়নেস সিরিজের প্রথম সিজনের দুটি পর্বে দেখা গেছে মাইককে। এছাড়াও ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’, ‘ইয়ংগার’, ‘দ্য ইনফ্লুয়েন্সার্স’, ‘সেভেন ডেডলি সিনস’ ও ‘ইউ আর নেভার অ্যালোন’ সহ একাধিক সিরিজে নজর কেড়েছেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়