• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

৯ বছর বয়সে কেমন ছিল অপি করিমের অভিনয়

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ জুলাই ২০২৪, ১০:৪৬
অপি করিম
অপি করিম

শোবিজের গুণী অভিনেত্রী অপি করিম। যার হাসিতে মুক্ত ঝরে। ব্যক্তিগত জীবন থেকে অভিনয় ক্যারিয়ার সবই বেশ পরিপাটি তার। একারণেই অপি করিমের ভক্তের সংখ্যা কম নয়। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে সখ্যতা তার।

তবে কেমন ছিল অপি করিমের ছোটবেলার অভিনয়? ওই সময়ে যারা তার অভিনয় দেখেছেন তাদের কাছে বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই আছেন যারা ভীষণ ভক্ত অপি করিমের। তাই খুব স্বাভাবিকভাবেই প্রিয় অভিনেত্রীর ছোটবেলায় কেমন অভিনয় করতেন তা জানতে বেশ আগ্রহ রয়েছে তাদের।

অপি করিম যে ছোটবেলা থেকেই দারুণ অভিনয় করেন সেটা স্পষ্ট হলো কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে। জানা গেছে, ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি অপি করিম অভিনীত ‘আপনজন’ নাটকের।

যেখানে দেখা যায়, দুই শিশু শিল্পীর মুগ্ধকর অভিনয়। বড় বোনের কাছে ছোট ভাইয়ের আবদার, ‘ইয়েন আপু, সেই শাঁখচুন্নির বিয়ের গল্পটা বলো না!’ বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল। ভাইয়ের কথা শুনে বোন উঠে বসে।

বোন বলে, ‘গল্প শোনার জন্য শুধু ইয়েন আপু! অন্য সময় তো কিছুই বলো না।’ ভাই নানাভাবে বোনের মন গলানোর চেষ্টা করে, ‘তুমি আমার বোন না! আর কোনো দিন ঝগড়া করব না।’অনেক অনুরোধ করার পর বোন গল্প বলা শুরু করে।

‘আপনজন’ নাটকের দৃশ্য অপি করিম ও তার ভাই

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন অনেকেই।

এ প্রসঙ্গে অপি করিম বলেন, ১৯৮৮ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল ধারাবাহিক নাটকটি। বেগম মমতাজ হোসেনের রচনায় নাটকটির প্রযোজনায় ছিলেন আহসান হাবীব। পুরোনো এ নাটকের যে অংশটুকু নতুনভাবে আলোচিত হয়েছে, সেই পর্বের নাম ‘ইন্টারভিউ’। পত্রিকায় লেখার জন্য এক বাদাম বিক্রেতার সাক্ষাৎকার নিতে চায় শিশুরা। মূলত সেটাকে কেন্দ্র করে নানান ঘটনায় এগিয়ে যায় নাটকের এই পর্বে।

অভিনেত্রী আরও জানান, এ নাটকে অভিনয়ের সময় তার বয়স ছিল ৯ বছর। পর্দায় যাকে তার ভাই হিসেবে দেখা গেছে, সে আসলেই অপি করিমের আপন ভাই।

তবে বয়স যাই হোক, এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। রীতিমতো নানান মন্তব্যে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ছোটবেলা থেকে অভিনয় করলেও ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তারপর অসংখ্যা নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে যারা থাকছেন
শাকিবের ‘আপনজন’ পাঁচ নায়িকা
পর্দায় রবীন্দ্রনাথের যত নায়িকা
হঠাৎ এক ফ্রেমে শোবিজের জনপ্রিয় তারকা সুন্দরীরা