মেয়ের চেহারা নিয়ে কটূক্তি, জবাবে যা বললেন স্বস্তিকা
মেয়ে অন্বেষার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। সে কারণে প্রায়ই নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ছবি শেয়ার করে মনের ভাবনা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানেই মা-মেয়ের চেহারা নিয়ে বাজে মন্তব্য শুনতে হয়েছে তাকে। কিন্তু স্বস্তিকা কী আর সহজে ছেড়ে দেওয়ার পাত্রী?
মোহনা খান নামের এক ভক্ত যখন তার পোস্টে লেখেন, ‘আপনার মেয়ের চেহারা তো একটুও আপনার মতো না। তাহলে কার মতো দেখতে হয়েছে?’
এই মন্তব্যের জবাবে স্বস্তিকা লিখেছেন, ‘ভগবানের মতো।’
অভিনেত্রীর এমন জবাব অন্যান্যরাও বেশ পছন্দ করেছেন।
সোনালী রায় লিখেছেন, ‘ঠিক বলেছো দিদি। মেয়েরা হয় মা লক্ষ্মীর মতো।’
এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আছেন অন্বেষা। তবুও স্বস্তিকা-অন্বেষার সম্পর্কটা চোখে পড়ে পড়ার মতো। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে একে-অপরের সঙ্গে খুনসুটি মাতেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কাজের পাশাপাশি এখন বলিউড ও ঢালিউডেও কাজ নিয়ে ব্যস্ত স্বস্তিকা। অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন ‘সেকশন ৮৪’। সব ঠিক থাকলে পূজায় আসবে তার ‘টেক্কা’ সিনেমাটি। এছাড়া শিগগিরই শুরু হবে বাংলাদেশের ‘ওয়ান ইলেভেন’ ও ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ সিনেমার কাজও।
মন্তব্য করুন