• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

দেশের নতুন ব্যান্ড ‘হ্যালো’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ জুলাই ২০২৪, ১১:৫১
ছবি: সংগৃহীত

শফিক তুহিন। একাধারে তিনি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। এবার এই তারকা ‘হ্যালো’ নামে নতুন একটি ব্যান্ডদল গঠন করেছেন। দলে রয়েছেন তিনিসহ ছয় সদস্য।

এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, দেশের সংগীতাঙ্গনে আমার ক্যারিয়ার দীর্ঘদিনের। গীতিকার, সুরকারের পাশাপাশি একজন কণ্ঠশিল্পী হিসেবেও আমার পথচলা দীর্ঘদিনের। শ্রোতাদের ভালোবাসাও পাচ্ছি প্রচুর। যেহেতু আমি নিয়মিত স্টেজ শো করি। সেহেতু আমার নিজস্ব একটা মিউজিক লাইনআপ রয়েছে। তাদের নিয়েই মূলত অনুষ্ঠানগুলো করি। তাই ভাবলাম আমার এই সেটআপ নিয়েই একটা ব্যান্ডদল গড়ি। এরপর সবার সঙ্গে আলোচনা করলাম। সবাই আমাকে অভয় দেওয়ার পাশাপাশি উৎসাহও দিলেন। এভাবেই শুরু হলো ‘হ্যালো’ ব্যান্ডের পথচলা ।

তিনি আরও বলেন, আমরা এর মধ্যে বেশ কিছু মৌলিক গানের কাজ হাতে নিয়েছি। সেই সঙ্গে দেশ-বিদেশে কনসার্ট করারও পরিকল্পনা রয়েছে। সবমিলিয়ে শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

‘হ্যালো’ ব্যান্ডে প্রধান ভোকাল হিসেবে রয়েছেন শফিক তুহিন। লিড গিটার: রাজিব মাহতাব দিপু, বেস গিটার: সাজিব মাহতাব নিপু, কি-বোর্ড: ঋষিকেশ রকি, ম্যান্ডলিন: পাভেল ও ড্রামস: তাফসির খান।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদকে নিয়ে শফিক তুহিনের গান
রান্নার জন্য গ্যাসের চুলার সেরা কয়েকটি বিকল্প
টাঙ্গাইলে ‘রিভো মোবাইল’ পাওয়া যাবে নিউ হ্যালো ডটকমে