• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সৌরভ গাঙ্গুলিকে হীরের আংটি দিয়ে প্রপোজ!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ জুলাই ২০২৪, ১৮:১৭
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেট খেলেই কিংবদন্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সাবেক এই অধিনায়ক ক্রিকেট থেকে অবসরে কর্মকর্তা হিসেবে সামলিয়েছেন ক্রিকেট অব বেঙ্গলের (সিএবি) দায়িত্ব। এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করেন সৌরভ গাঙ্গুলী। বর্তমানে ক্রিকেট বোর্ডের কোনো পদে নেই এই কিংবদন্তি ক্রিকেটার। সোমবার ( ৮ জুলাই) এই তারকার জন্মদিন ছিল। এদিন তিনি ৫২ বছরে পা দিয়েছেন। বিশেষ এই দিনটি তিনি লন্ডনে পরিবারের সঙ্গে কাটিয়েছেন। তবে তার জন্মদিন উপলক্ষে একাধিক অজানা কথা ফাঁস করলেন ভক্ত অভিজিৎ সেন।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌরভ গাঙ্গুলিকে প্রপোজ করার জন্য এক নারী হীরের আংটি নিয়ে এসেছিলেন। যারা দাদাগিরির নিয়মিত দর্শক তারা হয়তো জেনে থাকবেন যে এবারের সিজনেই ঘটেছিল এটি। দক্ষিণ ভারতীয় সেই নারী প্রবাসীর হয়ে খেলেছিলেন।

অভিজিৎ সেন এই প্রসঙ্গে জানান, সেই অনুরাগিনী হীরের আংটি নিয়ে এসেছিল চেন্নাই থেকে। তিনি সৌরভ গাঙ্গুলিকে বিয়ে করতে চাইতেন। নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করেছিলেন। কিন্তু পরে যখন জানতে পারেন দাদা বিবাহিত তার মন ভেঙে যায়। যদিও পরে যার সঙ্গে তার বিয়ে হয়েছে তিনিও সৌরভ ভক্ত। প্রতি সিজনে অডিশন দিয়ে অবশেষে সিজন ১০ এ সুযোগ পান তিনি। আর সেই আনন্দেই একেবারে হীরের আংটি কিনেছিলেন।

অভিজিৎ আরও জানান, সেই আংটি দেখে সৌরভ নাকি লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন। মাথা নিচু করে সেই উপহার গ্রহণ করেছিলেন তিনি।

একই সঙ্গে এদিন পরিচালক জানান সৌরভ গাঙ্গুলি রূপের থেকে গুণের কদর বেশি করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে দাদাগিরি সিজন ১০।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের দাদাগিরি কেউ পছন্দ করে না: ড. আসাদুজ্জামান রিপন
বাংলাদেশের মানুষ কারও দাদাগিরি একদম পছন্দ করে না: জামায়াত আমির
গভীর সমুদ্রে ভারতীয় জেলেদের দাদাগিরি
‘দাদাগিরি’ থেকে প্রতিদিন যত আয় করেন সৌরভ গাঙ্গুলী