হাসপাতালে ভর্তি উর্বশী
শুটিং সেটে আহত হয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। নান্দামুরি বালাকৃষ্ণার পরবর্তী সিনেমা ‘এনবিকে ১০৯’তে অভিনয় করছেন তিনি। সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী।
জানা গেছে, উর্বশীর ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়। উর্বশীর অসুস্থতা নিয়ে তার টিম এমনই একটি বিবৃতি প্রকাশ করেছে।
উর্বশীর অসুস্থতা নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তার সোশ্যাল মিডিয়া থেকেও কোনো বক্তব্য দেননি। তবে তার টিম জানিয়েছে, খুব শিগগিরই উর্বশীর স্বাস্থ্যসংক্রান্ত আপডেট জানানো হবে।
তেলুগু সিনেমার পরিচালক কে এস রবীন্দ্র ববি নির্মাণ করছেন ‘এনবিকে ১০৯’। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।
৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘এনবিকে ১০৯’। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী। এ ছাড়াও আরও তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান।
মন্তব্য করুন