• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

জন্মদিনে মেয়ের ছোট ছোট সারপ্রাইজ আমাকে অনেক আনন্দ দেয়: পূর্ণিমা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ জুলাই ২০২৪, ১২:১৩
ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে অভিনেত্রীর দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। তার লাস্যময়ী রূপে যেন বুঁদ হয়ে আছেন সবাই। আজ তার জন্মদিন। তবে দিনটি ঘিরে বাড়তি কোনো পরিকল্পনা নেই অভিনেত্রীর।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, এবারের জন্মদিনটা খুব সাদামাটাভাবেই কাটবে। কারণ, কয়েক দিন ধরে আমার একমাত্র সন্তান আরশিয়া উমাইজা জ্বরে ভুগছে।

তিনি আরও বলেন, এমনিতেই জন্মদিন বা অন্যান্য বিশেষ দিন আমাকে খুব একটা টানে না। তারপরও মেয়েটা বড় হওয়ার পর থেকে নানানভাবে আমাকে সারপ্রাইজ দেয়। ওর ছোট ছোট সারপ্রাইজ আমাকে অনেক আনন্দ দেয়। এবার উমাইজা অসুস্থ থাকার কারণে কোনো কিছু ভালো লাগছে না।

১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। এ পর্যন্ত তার অভিনীত ৮০টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনের পরিকল্পনা জানালেন আবুল হায়াত
মোস্তাফিজের জন্মদিনে যে বার্তা দিলো চেন্নাই
জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন সাবিনা ইয়াসমিন
আজ নাদিয়ার জন্মদিন