• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

অনুদানের সিনেমায় অলংকার চৌধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ জুলাই ২০২৪, ১০:৫৭
ছবি : সংগৃহীত

২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা ‘মুক্তির ছোট গল্প’। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী অলংকার চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি মুখোমুখি হন গণমাধ্যমের।

অলংকার চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিই কি দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ তো এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারির সঙ্গে যুদ্ধ করেছি। আমাদের জীবনে স্বাভাবিকতা এখনও ফিরে আসেনি।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমাদের। সেই যুদ্ধে শামিল হয় সাংবাদিক নদী। ‘মুক্তির ছোট গল্প’ সিনেমায় নদী নামের সেই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি।

এই অভিনেত্রী বলেন, মাসুদ জাকারিয়া সাবিন আমার ভীষণ প্রিয় পরিচালক। তার নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করে খুব ভালো লেগেছে। সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী।

মিজানুর রহমান রুবেলের গল্পে ‘মুক্তির ছোট গল্প’ সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এতে অলংকার চৌধুরীর পাশাপাশি নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আয়েশা মারজান, চয়ন সরকার প্রমুখ অভিনয় করেছেন ।

সব ঠিক থাকলে শিগগিরই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এরপর ছাড়পত্র পেলে মুক্তি পাবে চলতি বছরই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনুদানের সিনেমায় তানিন