ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, টিকিটের মূল্য যত

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১৪ জুলাই ২০২৪ , ০৮:৫০ এএম


রাহাত ফতেহ আলী খান
রাহাত ফতেহ আলী খান

বিশ্ব জুড়ে অগণিত ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। তাই আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানি এই সংগীতশিল্পী। 

বিজ্ঞাপন

আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন রাহাত ফতেহ আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্টের কথা নিজেই জানান তিনি। এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল (১৫ জুলাই) রাত ৮টা থেকে শুরু হবে টিকিট বিক্রি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বিএইচএনের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুল ইসলাম জানান, শুধু এক ক্যাটাগরির টিকিট বিক্রি করছেন তারা। 

এর আগেও মঞ্চ মাতাতে ঢাকায় এসেছিলেন রাহাত ফতেহ আলী খান। তার সুরের জাদুতে মুগ্ধ করে গেছেন বাংলার শ্রোতা-দর্শকদের।  

প্রসঙ্গত, কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউডে প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান। তার শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম যো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission