• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

কোটা আন্দোলন

সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই: শাকিব

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ জুলাই ২০২৪, ১৭:৪৮
শাকিব খান
শাকিব খান

কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতের ঘটনায় উত্তাল নেটদুনিয়া। আহত হয়েছেন প্রায় কয়েক শ’ ছাত্র-ছাত্রীও। এতে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। অন্যান্যদের মতো শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন চিত্রনায়ক শাকিব খানও।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শাকিব খানের ফেসবুক থেকে নেওয়া

পোস্টের ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।

আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল। এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

প্রসঙ্গত, সর্বশেষ ‘তুফান’ সিনেমায় দেখা যায় শাকিবকে। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তী। গেল ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। অন্যদিকে গত ৫ জুলাই ভারতে মুক্তি পায় সিনেমাটি।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ, মামলা করলেন বাবা
আন্দোলন নিয়ে লেখা হায়দার হোসেনের গান যে কারণে প্রকাশ পায়নি
মোহাম্মদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি, পরিচয় মিলেছে সন্ত্রাসীদের