• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

চলমান সংকটের দ্রুত সমাধান চান তানজিন তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ জুলাই ২০২৪, ১৮:৪৪
তানজিন তিশা
তানজিন তিশা

গত কয়েক দিন ধরেই কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ জনগণের পাশাপাশি একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। অন্যান্যদের মতো শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন অভিনেত্রী তানজিন তিশা।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিশা।

তানজিন তিশার ফেসবুক থেকে নেওয়া

স্ট্যাটাসের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর। কিন্ত আজ ভালো নেই আমার দেশ, আমার শহর। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। খুব দ্রুত চলমান সংকটের সমাধান হবে সেটাই প্রত্যাশা করছি।’

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কথা বলছেন তারকারাও। কিন্তু শিক্ষার্থীদের ওপর এমন অমানবিক হামলা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে তারকারাও।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫