প্রেমিকের উদ্দেশে যা বললেন ক্যানসার আক্রান্ত হিনা
ক্যানসারের সঙ্গে লড়ছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী হিনা খান। বর্তমানে স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে ভুগছেন এই অভিনেত্রী। তবুও ক্যানসারের কাছে হার মানতে নারাজ তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব তিনি। ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও তার ব্যতিক্রম দেখা যায়নি। নিয়মিতই ছবি বা ভিডিও পোস্ট করছেন হিনা। অভিনেত্রীর কঠিন এই সময়ে পাশে রয়েছেন তার প্রেমিক রকি জয়সওয়াল।
সম্প্রতি প্রেমিককে নিয়ে একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন হিনা। সেখানে রকিকে ধন্যবাদও দিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তুমিই সেরা। আল্লাহ সবসময় তোমাকে সুখে রাখুক। তুমি আমার শক্তি।’
ওই ছবিতে দেখা যায়, হিনার পরনে রয়েছে কালো টি-শার্ট। তার সঙ্গে ম্যাচিং করে প্রেমিক রকিও পরেছিল কালো পোশাক।
সপ্তাহ খানেক আগেও রকির সঙ্গে ছবি শেয়ার করে হিনা লিখেছিলেন, ‘যখন সে হাসে, তখন আলোও আরও আলোকিত হয়। যখন সে খুশি থাকে, তখন জীবন কথা কয়। যখন সে আমার সঙ্গে থাকে, আমি আরও ভালোবাসতে শিখি। যখন আমি তার সঙ্গে থাকি, কোনো কিছুই পরোয়া করি না।’
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন হিনা। পরবর্তীতে নাম লেখান সিনেমায়। মূলত টিভি নাটকে অভিনয়ের মাধ্যমেই খ্যাতি কুড়ান তিনি।
মন্তব্য করুন