• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আটকের পর ছাড়া পেলেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ জুলাই ২০২৪, ১৮:৪৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাহাত ফতেহ আলী খানের বিরুদ্ধে তারই প্রাক্তন ম্যানেজার সালমান আহমদ শনিবার (১৩ জুলাই) দুবাইয়ে মানহানির মামলা দায়ের করেন। যার ফলশ্রুতিতে সোমবার (২২ জুলাই) দুবাইয়ের বুর থানা পুলিশ এ গায়ককে আটক করে। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানান, রাহাত ফতেহ আলী খান গানের কাজে দুবাই গিয়েছেন। লাহোর থেকে দুবাই এয়ারপোর্টে নামার পরই পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ তাকে ইমিগ্রেশন সেন্টারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। স্টেটমেন্ট দেওয়ার পর পুলিশ রাহাত ফতেহ আলী খানকে ছেড়ে দেন। রাহাত ফতেহ আলী ও সালমান পরস্পরের নামে একাধিক মামলা দায়ের করেছেন।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম আটকের খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী খান। তাতে তিনি বলেন, একটি গান রেকর্ড করার জন্য দুবাই এসেছি। আমার আটকের খবর কিছু মিডিয়া ছড়িয়েছে। দয়াকরে এ খবর কেউ বিশ্বাস করবেন না। শিগগিরই প্রিয় দেশে ফিরে সুপারহিট গান উপহার দেব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিট মূল্য কত
ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, টিকিটের মূল্য যত
শিষ্যকে মারধরের মাশুল গুনলেন রাহাত ফতেহ আলী
শিষ্যকে বোতলের জন্য জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলী