অবশেষে প্রকৃত স্বজন খুঁজে পেলেন পরীমণি
কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। সময়টা আরও বেশি একঘেয়ে, বিরক্তিকর আর উৎকণ্ঠার হয়ে উঠেছে যখন সারাদেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বিগ্ন। এদিকে নেটদুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি নিজের প্রকৃত স্বজন খুঁজে পেয়েছেন। সারাদেশে ইন্টারনেট চালু হওয়ার পর ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি ফেসবুক পোস্টে লিখেছেন, ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পরে যারা কল করে আপনার খোঁজখবর নিয়েছে, তারা কিন্তু আপনার আসলেই প্রকৃত স্বজন-বান্ধব।
টানা কয়েকদিন সারাদেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়ে সরকার বলছে, কোটা আন্দোলনকারীদের ভিড়ে মিশে গিয়ে এক ধরনের সংঘবন্ধ চক্র দেশের ডাটা সেন্টারসহ উল্লেখযোগ্য বেশ কিছু সরকারি সম্পদ আগুনে পুড়িয়ে নষ্ট করেছে। অনেকে আবার মনে করছেন দেশের এই অস্থির চিত্র যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারটেনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে।
কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে অফিস-আদালত-কারখানা। তবে কারফিউ বহাল রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ বহাল আছে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানা গেছে।
মন্তব্য করুন