• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ছাত্র আন্দোলন নিয়ে কনটেন্ট নির্মাণের ভাবনা আছে: আশফাক নিপুণ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ জুলাই ২০২৪, ১০:০৪
ছবি: সংগৃহীত

আগের তুলনায় ইতিহাস ও ঘটনানির্ভর চলচ্চিত্র নির্মাণ বেড়েছে। তাই অনেকের ধারণা, চলমান কোটা সংস্কার আন্দোলনও একদিন ইতিহাস হবে। আর এ থেকে নির্মিত হবে সিনেমা বা কনটেন্ট। এমন সুযোগ পেলে তা হাত ছাড়া করতে চান না দেশ, সমাজ ও রাজনীতি সচেতন নির্মাতা আশফাক নিপুণ।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামগ্রিক ছাত্র আন্দোলন নিয়ে কিংবা আন্দোলনের খুব ছোট একটা অংশ নিয়েও গল্প হতে পারে। ছাত্র আন্দোলন তো অনেক বড় এবং স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে কনটেন্ট নির্মাণের ভাবনা সবারই থাকে, আমারও আছে।

আশফাক নিপুণ আরও বলেন, শুধু ভাবনা থাকলেই তো হবে না। যথাযথ পড়াশোনা ও গবেষণারও দরকার আছে। যা কিছু আমি দেখিনি, সেটা সম্পর্কেও জানতে হবে।

সবশেষে নির্মাতা বলেন, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই এ রকম বিষয় নিয়ে কাজ করা উচিত।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। মহাসড়কগুলোতেও শুরু হয়েছে যান চলাচল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনেমার প্রিমিয়ারে গিয়ে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন অভিনেতা
এবার সঞ্জয় লীলা বানসালির সিনেমায় আল্লু অর্জুন
অবশেষে ২৩ সিনেমা হলে মুক্তি পেল নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকআপ’
যে কারণে বনির সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত ঋত্বিকার