নিজের প্রথম সিনেমা নিয়ে যা বললেন ইমি
শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা ‘আজব কারখানা’। এতে নামকরা একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।
সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, চেষ্টা করেছি, চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, তা দর্শকই ভালো বলতে পারবেন। এটি আমার প্রথম চলচ্চিত্র হলেও অভিনয়ে কিন্তু আমি নতুন নই।
ইমি আরও বলেন, একজন নবীন অভিনেতা যেভাবে মনোযোগ দিয়ে অভিনয় করেন, সেভাবেই কাজটি করেছি। আরও ভালো করে কাজটি করতে পারতাম- এ রকম কোনো আক্ষেপ ও অতৃপ্তি ছিল না আমার মনে।
২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া চলচ্চিত্র ‘আজব কারখানা’। এই সিনেমার মাধ্যমে র্যাম্প মডেল ইমির বড় পর্দায় অভিষেক হয়েছে। এতে পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান।
প্রসঙ্গত, ‘আজব কারখানা’ সিনেমাটি বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। জিতেছে দু’টি পুরস্কারও।
মন্তব্য করুন