• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

শুটিং বন্ধ, যেভাবে সময় কাটছে কেয়া পায়েলের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ জুলাই ২০২৪, ২১:৪০
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। এ অবস্থায় বন্ধ শুটিং কার্যক্রম। অন্যান্য শিল্পীদের মতো অভিনেত্রী কেয়া পায়েলও তাই ঘরবন্দী। তার অলস সময় কিভাবে কাটছে তা জানতে যোগাযোগ করে দেশের একটি গণমাধ্যম।

বিষয়টি নিয়ে তিনি বলেন, ক্যারিয়ার শুরুর পর এত দীর্ঘ সময় শুটিংবিহীন থাকিনি। পুরো সময়টা পরিবারকে দিয়েছি। এখনও দিচ্ছি। পাশাপাশি অনেক ঘুমিয়েছি। এভাবে আরাম করে অনেক বছর ঘুমাতে পারিনি।

কেয়া পায়েল আরও বলেন, অসংখ্য সিনেমা দেখেছি। একটার পর একটা সিনেমা দেখে দারুণ লেগেছে। সব মিলিয়ে অন্যরকম করে সময় কাটিয়েছি।

এই অভিনেত্রী বলেন, আপাতত শুটিং নিয়ে চিন্তা করছি না। বেঁচে থাকলে, সুস্থ থাকলে নতুন করে শুটিং করতে পারব।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। পাশাপাশি মহাসড়কগুলোতেও শুরু হয়েছে যান চলাচল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
চলচ্চিত্রে কাজ করা নিয়ে যা বললেন কেয়া পায়েল
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫