• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জুয়েলের জানাজা ও দাফন নিয়ে যা জানালেন তার ভাই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ জুলাই ২০২৪, ১৪:০১
ছবি: সংগৃহীত

ব্যান্ড তারকা শাফিন আহমেদকে হারানোর ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই এলো আরেক দুঃসংবাদ। সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জুয়েলের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন তার মেজো ভাই মহিবুর রেজা রুবেল।

তিনি বলেন, শেষ কয়েক দিন জুয়েল অনেক যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত আর ফিরে আসলেন না। সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন।

জানাজা ও দাফন প্রসঙ্গে রুবেল বলেন, আজ বাদ-আছর গুলশানের আজাদ মসজিদে জুয়েলের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। সর্বশেষ গত ২৩ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকেই আজ না ফেরার দেশে পাড়ি জমালেন এই সংগীতশিল্পী।

পারিবারিক সূত্রে জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশ-বিদেশে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে ঢাকায় এসেই জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান তিনি।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন
প্রবীর মিত্রের দাফন নিয়ে যে সিদ্ধান্ত
হারিছ চৌধুরীর দাফন আজ
দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৪, জানাজা অনুষ্ঠিত