দেশ গড়তে হবে তোমাদের: তাহসান
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানি, নির্যাতন, গুলি ও গণগ্রেপ্তারের ঘটনায় দেশের শোবিজ অঙ্গনের তারকারা যে যার মতো প্রতিবাদ জানাচ্ছেন। বাদ যাননি দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানও।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কবিতা পোস্ট করেছেন। আরটিভি নিউজের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
এতগুলো যে তাজা প্রাণ হারাবার
সহানুভূতির ভাষা অপ্রতুল প্রতিবার
যে কষ্ট জানে শুধু আপনজন
শুধু শহীদের পরিবার।
প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ
তাই মানসিক বিবাদে তটস্থ থাকি
বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে
আমি দেশপ্রেমিক কোনো কবি।
মেরুকরণের এই দেশে
দুই মেরুর উপাখ্যান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সব্যসাচী নই
ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই
জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবিতো আমি নই।
শান্ত কবি স্থিরতা চায়
শুধু একটাই অনুরোধ
দেশ গড়তে হবে তোমাদের
গড়ো মেরুকরণের বিরুদ্ধে অবরোধ
চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ।
আমার সূর্য আজ অস্তমিত
তোমরা নতুন রবি
করজোড়ে ক্ষমা চাই বারংবার
শুধু একজন পরাজিত কবি।
শেষে হ্যাশট্যাগ দিয়ে এই শিল্পী লেখেন #SaveBangladeshiStudents
ভক্ত-অনুরাগীরা তাহসানের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
হাবিবুর রহমান জুয়েল নামে একজন লিখেছেন, ভালোবাসি ভাই। অন্যায়কে অন্যায় বলতে হবে।
সুজন আহমেদ লিখেছেন, আলো আসবেই। আপনি আমার প্রিয় একজন শিল্পী। আপনি আসবেন, আপনি থাকবেন ছাত্র জনতার পাশে এটাই কাম্য।
ইশতিয়াক আহমেদ লিখেছেন, ধন্যবাদ ভাই।
মোহাম্মদ ফারহান ইসলাম জনি লিখেছেন, ভালোবাসা ও শ্রদ্ধা।
মোহাম্মদ আরিফ নামে আরেকজন লিখেছেন, ধন্যবাদ ভাই সাধারণ মানুষের পাশে থাকার জন্য।
মন্তব্য করুন