• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে কনসার্ট স্থগিত করলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ আগস্ট ২০২৪, ১২:২২
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কণ্ঠের জাদু দিয়ে অন্য এক দুনিয়ায় নিয়ে যান শ্রোতাদের। করে রাখেন মোহাবিষ্ট। নতুন খবর হলো, এই শিল্পীর শরীরটা ভালো যাচ্ছে না। আর সে কারণে তিনি নিলেন বড় সিদ্ধান্ত। স্থগিত করলেন চলতি মাসের সব কনসার্ট।

বৃহস্পতিবার (১ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে গায়ক এ ঘোষণা দেন।

অরিজিৎ সিং লিখেছেন, সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অসুস্থতার কারণে আমার আগস্ট মাসের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ অপেক্ষায় ছিলেন। কিন্তু আমি মন থেকে ক্ষমা চাইছি এটার জন্য।

তিনি আরও লিখেছেন, আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন, যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।

এরপর অরিজিৎ তার পোস্টে আগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন।

সবশেষে লিখেছেন, আমাকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। আপনাদের হতাশ করার জন্য দুঃখিত।

মুহূর্তেই অরিজিৎ সিংয়ের এই পোস্টটি ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রিয় শিল্পী ভালো নেই জেনে শ্রাবণের মেঘ জমে তাদের মনে। সবার মুখেই শোনা যায় একটা কথা, দ্রুত সুস্থ হয়ে উঠুক অরিজিৎ। আবারও গানে গানে মাতিয়ে রাখুক আমাদের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলের কনসার্টে সাড়ে ৩ কোটি টাকা নেবেন রাহাত, কমানো হলো টিকিটের দাম
রাহাত ফতেহ আলীর কনসার্ট উপলক্ষে ডিএমপির নির্দেশনা
বিনা পারিশ্রমিকে রাহাত ফতেহ আলীর কনসার্টে উপস্থাপনা করবেন দীপ্তি
কনসার্টে নেচে তুমুল সমালোচনায় জেফার, ভিডিও ভাইরাল