• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদে উদীচীর সমাবেশ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ আগস্ট ২০২৪, ১৩:২৬
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও প্রাণহানির ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১ টার পর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতীকী কফিন সামনে রেখে বক্তারা বলেন, স্বাধীন দেশে অধিকার আদায়ের জন্যে এতো এতো মানুষের প্রাণ দেওয়ার নজির বিশ্বে নেই বললেই চলে। একটি আন্দোলনকে ধামাচাপা দিতে গিয়ে অন্যান্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে।

সমাবেশে তারা আরও বলেন, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

সাংস্কৃতিক সমাবেশে শিল্পীরা গান, কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন।

সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগরের সভাপতি ইকবাল আহমেদ, সাধারণ সম্পাদক আসিফ নূরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির সমাবেশ শুরু
দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
আজ সমাবেশ থেকে ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান