• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘বিগবস’র বিজয়ীর মুকুট পরলেন সানা মকবুল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ আগস্ট ২০২৪, ১৫:২১
ছবি সংগৃহীত

দীর্ঘ কয়েক মাসের লড়াই শেষে ‘বিগবস’ ওটিটি সিজন-৩ বিজয়ীর মুকুট পরলেন সানা মকবুল। রিয়েলিটি শো জিতে তিনি ঘরে তুললেন ট্রফি আর ২৫ লাখ রুপি পুরস্কার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ টাকারও বেশি।

‘বিগবস’র ট্রফি হাতে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ও আপ্লুত সানা। শো-টি শুরু থেকেই নিজের যোগ্যতার একের পর এক প্রমাণ দিয়েছেন। প্রতিবারই দর্শকদের কাছ থেকে পেয়েছেন বিপুল ভোট। তবে বিতর্কেও জড়িয়েছেন। আবার সেখান থেকে নিজেকে মুক্তও করেছেন।

জানা গেছে, রিয়েলিটি শোয়ের ঘরে সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন সানা। তার খেলা দেখে ভীষণ আনন্দ পেতেন দর্শকরা। তাই প্রত্যেকবারই বিপুল সংখ্যক ভোট পেয়েছেন তিনি। শো’তে তাকে যখনই কোনো কাজ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতেন সানা।

‘বিগবস’র আসরে সানার বন্ধু ছিল নাজী। বিজয়ীর মুকুট পরে জয়ের কৃতিত্ব নাজীকেই দিতে চাইলেন তিনি। অন্যদিকে বিগবসে দ্বিতীয় স্থানে রয়েছেন নাজী।

এদিন আসা থেকে শুরু করে এক সঙ্গে কাটানো সানা-নাজীরের বিভিন্ন মুহূর্তকে দেখানো ‘বিগবস’র পর্দায়। তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই।

প্রসঙ্গত, ‘বিগ বস’র আসরের ফাইনালিস্ট হিসেবে ছিলেন— সানা মকবুল ও নাজী, রণবীর শোরে, সাই কেতন রাও, কৃতি মালিক।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়