কোটা আন্দোলনের ছবি দিয়ে যা লিখলেন স্বস্তিকা
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। শুরু থেকেই তারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন। সে তালিকায় আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও।
শুক্রবার (২ জুলাই) মধ্যরাতে তিনি কোটা আন্দোলনের একটি ছবি পোস্ট করেছেন।
ক্যাপশনে লিখেছেন, তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতি বছর এমন ছবি দেখা যায় না। আলে কালে দেখা যায়।
শেষে হ্যাশট্যাগ দিয়ে এই অভিনেত্রী লেখেন #Bangladesh
ভক্ত-অনুরাগীরা স্বস্তিকার এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
রাশেদুল ইসলাম রাশেদ নামে একজন লিখেছেন, ওপার বাংলায় থেকে এপার বাংলার প্রতি আপনার ভালোবাসা, ঋণী করে রাখলো আমাদের।
ফখরুল আল আমিন লিখেছেন, ধন্যবাদ দিদি পাশে থাকার জন্য। বাংলাদেশ থেকে শ্রদ্ধা।
তানজিলা কামাল লিখেছেন, স্বস্তিকা মুখার্জি ম্যাম পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট আমাদের এগিয়ে যেতে আরও সাহায্য করে।
তামান্না সুলতানা নামে আরেকজন লিখেছেন, ভালোবাসা অবিরাম দিদি।
প্রসঙ্গত, স্বস্তিকার শেয়ার করা ছবিটি গতকাল শুক্রবার ঢাকায় তোলা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগেও অভিনেত্রী কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের আঁকা ছবি ফেসবুকে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লিখেছিলেন, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।
মন্তব্য করুন