• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কোটা আন্দোলন

আল্লাহর কাছে সাহায্য চাইলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ আগস্ট ২০২৪, ২১:৩৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। রাস্তায় নেমেছে লাখ শিক্ষার্থীরা। এদিকে কোটা আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী এক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ইয়া আল্লাহ, তুমি যুদ্ধে আমার নবীকে যেভাবে সাহায্য করেছ.! সেভাবে আমাদের ভাইগুলোকে সাহায্য করো আমিন।

শ্রাবন্তী মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি মেরিল শ্যাম্পু ও ইউরো কোলার বিজ্ঞাপনচিত্রের জন্য যথাক্রমে ২০০৩ সালে ও ২০০৫ সালে সেরা নারী মডেল বিভাগে দুটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি আনিসুল হকের রচনায় মোস্তফা সরয়ার ফারুকীর ৫১বর্তী ধারাবাহিক নাটকে অভিনয় করে তারকা জরিপে সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। হুমায়ূন আহমেদের রচনায় এবং আবুল হায়াতের পরিচালনায় বিটিভির নাট্যধর্মী জোছনার ফুল টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করে শ্রাবন্তী।

তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হল একান্নবর্তী, সিক্সটি নাইন, নুরুল হুদা একদা ভালোবেসেছিল, হৃদয়ের একূল ওকূল, অনুর একদিন, অপু দ্য গ্রেট, ভাত ঘুম, দ্বিতীয় জীবন। তার অভিনীত সর্বশেষ কাজ হল ডালিম কুমার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা
পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী আইশার
রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী
প্রসবোত্তর অভিজ্ঞতা শেয়ার করে সমালোচনার মুখে সানা খান