মারা যাওয়ার দুই সপ্তাহ পর জানা গেল অভিনেত্রীর মৃত্যুর খবর

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০১:১৮ পিএম


মারা যাওয়ার দুই সপ্তাহ পর জানা গেল অভিনেত্রী মৃত্যুর খবর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পিপা স্কট প্রয়াত হয়েছেন। গত ২২ মে সান্তা মনিকায় নিজ বাসভবনে মারা যান এ অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯০ বছর। তার মেয়ে মিরান্ডা টোলম্যান অভিনেত্রীর মৃত্যুর খবরটি দ্য হলিউড রিপোর্টারকে নিশ্চিত করেছেন। দুই সপ্তাহ আগে মৃত্যু হলেও রোববার (৮ জুন) অভিনেত্রী পিপ্পা স্কটের মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে এসেছে।

বিজ্ঞাপন

পিপ্পা স্কটের মেয়ে জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন তার মা পিপ্পা স্কট। তবে অভিনেত্রীকে হাসপাতালে নেয়া হয়েছিল কিনা বা চিকিৎসাধীন ছিলেন কিনা, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পিপা স্কট একজন প্রশংসিত অভিনেত্রী হিসেবে তার অভিনয় দক্ষতা, সংবেদনশীল চরিত্র উপস্থাপন এবং টেলিভিশন ও চলচ্চিত্রে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

১৯৩৪ সালের ১০ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে তারকা দম্পতি লরা স্ট্রাব ও অ্যালান স্কটের ঘরে জন্ম হয় পিপ্পা স্কটের। মা লরা স্ট্রাব ছিলেন একজন মঞ্চ অভিনেত্রী, আর বাবা ছিলেন চিত্রনাট্যকার। যিনি ১৯৪৩ সালে ‘সো প্রাউডলি উই হেইল’ এর চিত্রনাট্যের জন্য অস্কার মনোনীত ছিলেন।

পিপ্পা স্কট র‌্যাডক্লিফ এবং ইউসিএলএ পড়ালেখা করেছেন।

পরে লন্ডনের র‌য়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে প্রশিক্ষণ নেন। ১৯৫৬ সালে জেড হ্যারিসের ‘চাইল্ড অব ফরচুন’-এর মাধ্যমে অভিষেক হয় তার। একই বছর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়। ‘দ্য সার্চার্স’ এর মাধ্যমে অভিষেক হয় এ মার্কিন তারকার।

বিজ্ঞাপন

এ অভিনেত্রীর অন্যান্য সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘অ্যাজ ইয়ং অ্যাজ উই আর’ (১৯৫৮), ‘মাই সিক্স লাভস’ (১৯৬৩), ‘পেটুলিয়া’ (১৯৬৮), ‘কোল্ড টার্কি’ (১৯৭১) এবং ‘দ্য সাউন্ড অব মার্ডার’ (১৯৮০)।

বিজ্ঞাপন

আর টেলিভিশন শোর মধ্যে অন্যতম ‘দ্য টোয়াইলাইট জোন’, ‘আউটলজ’, ‘ডক্টর কিল্ডার’, ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’, ‘পেরি ম্যাসন’, ‘দ্য মেরি টাইলার মুর শো’, ‘গানস্মোক’, ‘মিশন: ইম্পসিবল’, ‘দ্য ওয়ালটনস’, ‘কলম্বো’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’ এবং ‘জিগস জন’।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission