• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে ভেঙে গেল অমিতাভের নাতনির প্রেম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ আগস্ট ২০২৪, ১৩:৫২
ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরেই অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা। যদিও বিষয়টি মুখে স্বীকার করেন না এই প্রেমিক যুগল। কিন্তু হঠাৎ গুঞ্জন ওঠে, ভেঙে গেছে নব্য-সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক।

সিদ্ধার্থ-নব্যর ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, দেড় মাস আগে সম্পর্ক ভেঙে আলাদা হয়ে গেছেন সিদ্ধার্থ-নব্য। তবে পরস্পরের প্রতি সম্মানের জায়গাটি ঠিক রেখেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নব্য-সিদ্ধার্থের বিচ্ছেদের আলোচনা তুঙ্গে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তাদের কেউই। কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি হতে জানা গেছে, দুজনের মাঝে দূরত্ব বেড়েছে। মূলত এ কারণেই নাকি প্রেমের সম্পর্কে চিড় ধরেছে সিদ্ধার্থ-নব্যর।

প্রসঙ্গত, ফিল্মি ব্যাকগ্রাউন্ড হলেও বলিউড নিয়ে কোনো আগ্রহ নেই নব্যর। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন নব্য।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়