যারা জাতীয় পুরস্কারের আশায় ছিল তাদেরকে পুরস্কারটা দিয়ে যাইতেন: সাদিয়া আয়মান
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেত্রী সাদিয়া আয়মান ছিলেন এই দলে।
সোমবার (৫ আগস্ট) এই আন্দোলনে জয়লাভ করেছে ছাত্র জনতা। এতে উচ্ছ্বসিত সাদিয়া আয়মান। তবে দেশত্যাগী শেখ হাসিনার উদ্দেশে সামাজিকমাধ্যমে লিখেছেন তিনি।
নিজের ফেসবুকে শেখ হাসিনার উদ্দেশে সাদিয়া লিখেছেন, ম্যাডাম আপনি গেছেন ভালো কথা, কিন্তু যারা জাতীয় পুরস্কারের আশায় ছিল তাদেরকে পুরস্কারটা দিয়ে যাইতেন!
সাদিয়া আয়মানের ওই পোস্টে নিজেদের মতো করে মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আমাদের দুঃসাহসী আপু। যে স্রোতের বিপরীতে ছাত্রদের পাশে ছিল, মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো। অন্য একজন লিখেছেন, ভালোবাসা নেবেন সাদিয়া আয়মান।
শেখ হাসিনার পদত্যাগে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গনের অধিকাংশ তারকা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
মন্তব্য করুন