• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

প্রত্যেকটা রুহের বদদোয়া, প্রত্যেকটা লাশের বদদোয়া: জোভান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ আগস্ট ২০২৪, ১৮:১৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সামাজিকমাধ্যমে কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেতা ফারহান আহমেদ জোভানও ছিলেন এই দলে।

সোমবার (৫ আগস্ট) এই আন্দোলনে জয়লাভ করেছে ছাত্র জনতা। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পরিণতি নিয়ে জোভান নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিকমাধ্যমে।

নিজের ফেসবুকে জোভান লিখেছেন, প্রত্যেকটা রুহের বদদোয়া, প্রত্যেকটা লাশের বদদোয়া, প্রত্যেকটা মায়ের বদদোয়া, প্রত্যেকটা ছাত্রের বদদোয়া, প্রত্যেকটা মানুষের বদদোয়া।

এরপর এ অভিনেতা লিখেছেন, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।

কোটা আন্দোলনের শুরুর দিকে দেশের বাইরে ছিলেন জোভান। সেখান থেকেই তার পাখির চোখ ছিল ঢাকা রাজপথে। সে সময় তিনি লিখেছিলেন, কোনো বাবা-মার বুক খালি না হোক। এই সংকটের শিগগিরই যথাযথ সমাধান হোক। প্রাণের বাংলাদেশে আর রক্তের বন্যা দেখতে চাই না। এত এত দুঃসংবাদ মেনে নিতেই খুব কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করবেন দেশের এই খারাপ অবস্থায় আমি দেশে নেই।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেমিট্যান্স যোদ্ধাদের ‘স্যার’ বলা প্রসঙ্গে যা জানালেন জোভান
বন্যার্তদের পাশে জোভান
ও আমার মুখ দেখেই সব বুঝতে পারে: জোভানের মা 
মায়ের জন্য জোভানের চমক