• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি: ফারুকী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ আগস্ট ২০২৪, ১৮:২৪
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সর‍য়ার ফারুকী। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সোমবার (৫ আগস্ট) তিনি ফেসবুকে লিখেছেন, বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও।

ফারুকী আরও লিখেছেন, আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই-তিন দিন।

সবশেষে নির্মাতা লিখেছেন, নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো। লাস্টলি, স্যালুট টু বাংলাদেশি ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।

ভক্ত-অনুরাগীরা ফারুকীর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

শুভ হায়াত নামে একজন লিখেছেন, স্যালুট।

নাসরিন জুলি লিখেছেন, সহমত ভাইয়া।

মশিউর আকন্দ লিখেছেন, একদম ঠিক বলেছেন ভাই। আমরা এদেশে আর সহিংসতার রাজনীতি চাই না৷ আবার যদি সেই হানাহানিতে ঢুকে যাই তাহলে এতগুলো প্রাণের বলিদান বৃথা হয়ে যাবে। আমরা আগের বৃত্তে চলে যাব। দেশে আইনের শাসন কায়েম করতে হবে, যা এতদিন ছিল না। আওয়ামী আদালত ভেঙে নতুন ন্যায়ের আদালত প্রতিষ্ঠা করতে হবে। আদালতই ন্যায়বিচার করবে।

মোহাম্মদ মঈন উদ্দিন মুন্সি নামে আরেকজন লিখেছেন, ছিলাম, আছি, থাকবো।

প্রসঙ্গত, শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র-জনতার গণজাগরণের সঙ্গে একাত্ম ছিলেন ফারুকী।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট
ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, তালিকায় যে ৯২ পুলিশ কর্মকর্তা
রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের মরদেহ, মামলা করলেন বাবা
আন্দোলন নিয়ে লেখা হায়দার হোসেনের গান যে কারণে প্রকাশ পায়নি