• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আজ স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ: আসিফ আকবর

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সোমবার (৫ আগস্ট) তিনি ফেসবুকে লিখেছেন, সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। আজ ৩৬ জুলাই (৫ আগস্ট) স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ।

আসিফ আকবর আরও লিখেছেন, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে, ধৈর্য্য ধরতে হবে। রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে, সকল বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতিই পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।

এই সংগীতশিল্পী লিখেছেন, আমাদের সন্তান এই বিজয়ী ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হইনি। বিশ্বাস ছিল এই তারুণ্যই একদিন সমস্ত অচলায়তন ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসাবে।

সবশেষে আসিফ আকবর লিখেছেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা।

ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

সুহানা আক্তার নামে একজন লিখেছেন, মুক্তির স্বাদ যে এত চমৎকার, তা আজ বুঝলাম।

টি এইচ রনি লিখেছেন, এই বিজয় ছাত্র-জনতার।

অপু আহমেদ লিখেছেন, আপনার সাহসী ভূমিকা এবং অবদান ভোলার নয়। আপনাকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন।

শাহাদাত উল্লাহ চৌধুরী নামে আরেকজন লিখেছেন, আমাদের সন্তানদের রক্তের ফল।

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গনের অধিকাংশ তারকা। সংগীতশিল্পী আসিফ আকবরও তাদেরই একজন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে চমক নিয়ে হাজির হচ্ছেন আসিফ-ইমরান
অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন ছুড়ে দিলেন আসিফ আকবর
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে তারা চারজন