• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দ্রুত সরকার গঠন করা নিয়ে যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ আগস্ট ২০২৪, ২০:৪০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পীসমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন এই দলে।

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পতন হয়েছে শেখ হাসিনার। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার (৬ আগস্ট) দিনজুড়ে চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে কথা। এ নিয়ে তর সইছে না ফারুকীর। সামাজিকমাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, আপনারা দয়া করে দ্রুত সরকার গঠন করেন। পুলিশ বাহিনীকে (কিছু অপরাধী অফিসার বাদে) কনফিডেন্স দেন, তাদেরকে কাজে নামান দ্রুত! তারা আমাদেরই বাহিনী। মিলিটারি ভাইয়েরা, সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখেন। দেশটা দ্রুত স্বাভাবিক করার দিকে এগিয়ে যাই চলেন।

এরপর লিখেছেন, অ্যান্ড স্যালুট স্টুডেন্টস অ্যান্ড জেনারেল পিপল ফর স্টেপিং ফরওয়ার্ড টু ফিল দ্য ভ্যাকুয়াম। বাট দ্য গভমেন্ট নিডস টু স্টার্ট ফাংকশনিং। নষ্ট করার মতো এক সেকেন্ডও নাই।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (৫ আগস্ট) ফারুকী লিখেছিলেন, বিজয়ের আনন্দ অবশ্যই করব! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিব আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে।

এরপর লিখেছিলেন, পাশাপাশি আমরা চোখ খোলা রাখব আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাব।

সবশেষে ফারুকী লিখেছিলেন, লাস্টলি, স্যালুট টু বাংলাদেশি ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
‘ছাত্র আন্দোলনের নেতা খালেদের মানসিক অবস্থা ভালো না’
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস