• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

এদেশে কোনো সুবিধাবাদী সন্ত্রাস ঠাঁই পাবে না: খায়রুল বাশার 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ আগস্ট ২০২৪, ২৩:০৪
খায়রুল বাশার
খায়রুল বাশার

কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সরব ছিল দেশের শিল্পীসমাজ। কেউ রাজপথে কেউ বা সামাজিক যোগযোগমাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন। গত ৫ আগস্ট আন্দোলনে বিজয়ের পর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্র-জনতার বিজয়ে আপ্লুত সারাদেশের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি উচ্ছাস প্রকাশ করছেন তারকাদেরও। অনেকেই সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করে জানাচ্ছেন নিজের মতামত। পিছিয়ে নেই অভিনেতা খায়রুল বাশার।

মঙ্গলবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পাঠকদের জন্য খায়রুল বাশারের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘লাখো শহীদের রক্তে কেনা এই দেশ কারও বাপের না, এই দেশ নির্দিষ্ট কোনো ধর্ম বা গোষ্ঠীরও না। এই দেশ সবার। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা, যে জাতীয় সংগীত পেয়েছি এবং মহান মুক্তিযুদ্ধে যে গান প্রেরণা জুগিয়েছে তা অস্বীকার করার দুঃসাহস করবেন না।

এই দুঃসাহস একদম দুঃস্বপ্ন করে দিবে এদেশের ছাত্রজনতা। ভুলে যাওয়া চলবে না ৩০ লাখ শহীদের রক্তের এই দেশ পেয়েছি আর হাজার শহীদের রক্তে স্বৈরাচার গেছে।

এদেশে কোনো ধর্ম ব্যবসায়ী, কোন সুবিধাবাদী সন্ত্রাস ঠাঁই পাবে না। যেকোনো সুবিধাবাদী বেইমানদের আমরা থাপড়াইয়া বিদায় করতে জানি।’

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বপ্ন পূরণ হলো মন্দিরার