• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

পুলিশের ক্ষতি হলে আপনার-আমার ক্ষতি হবে: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ আগস্ট ২০২৪, ০৮:৪১
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি শুরু থেকেই সরব ছিলেন তারকারা। তবে আন্দোলনে বিজয়ের পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় গভীর চিন্তার রেখা তাদের কপালে।

কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, পুলিশের গায় হাত দেবেন না। পুলিশে এখনও অনেক ভাল মানুষ আছেন। বাংলাদেশ পুলিশের ক্ষতি হলে আপনার-আমার ক্ষতি হবে, অন্য কারও নয়। এই পুলিশই আমাদের নিরাপত্তা দেবে।

তিনি আরও লিখেছেন, যদি সবাই সহযোগিতা করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হই আগামীর পুলিশ হবে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে মানবিক পুলিশ। এই পুলিশ আমাদের নিরাপত্তা দেবে। আসুন হিংসাত্মক না হয়ে আমরা ধৈর্য ধরি, সংযমী হই, মানবিক হই...।

প্রসঙ্গত, ঢাকা ও ঢাকার বাইরে থানায় থানায় হামলা, অগ্নি অসংযোগ ও লুটের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার অভাবে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী’ ব্যানারে পুলিশের একটি অংশ।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর যেসব স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট
মোহাম্মদপুরে ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা