• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে যা লিখলেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ আগস্ট ২০২৪, ০৯:০৯
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শোবিজ তারকারাও।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

ভক্ত-অনুরাগীরা সাবিলার এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

বিলাল উদ্দিন নামে একজন লিখেছেন, একদম ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।

শামিমা নূর সামাদ লিখেছেন, অবশ্যই। এটা আমাদের দায়িত্ব।

মোহাম্মদ শাহাদাত মিয়া লিখেছেন, সুন্দর কথা।

আশিক খন্দকার নামে আরেকজন লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রতিহিংসায় কারও বাসা, বাড়িতে আক্রমণ, ভাঙচুর থেকে বিরত থাকুন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ দশমিক ১৫
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট