• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ফারিণের দুশ্চিন্তার কারণ কী?

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ আগস্ট ২০২৪, ১৪:৪৩
ছবি: সংগৃহীত

সবকিছুই ছিল চূড়ান্ত। টালিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করবেন তাসনিয়া ফারিণ। কিন্তু এর মধ্যেই দুশ্চিন্তার রেখা অভিনেত্রীর কপালে। কিন্তু কেন? গণমাধ্যমে তিনি দিয়েছেন সে প্রশ্নেরই উত্তর।

এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমার কাজ চূড়ান্ত হয়েছে। অভিজিৎ সেনের পরিচালনায় আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং করার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি–প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা।

তিনি আরও বলেন, আমার কপালটাই খারাপ। গত বছর বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্র চাই’ নামের একটি সিনেমার কাজও আটকে গেছে। এবারও মনে হচ্ছে তাই-ই হতে চলেছে।

প্রসঙ্গত, দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তাসনিয়া ফারিণ। তারই ধারাবাহিকতায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার পর এবার কলকাতার ‘প্রতীক্ষা’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন দেব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় দুশ্চিন্তা: পরিকল্পনা উপদেষ্টা
মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ
জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করছেন ট্রাম্প, দুশ্চিন্তায় অভিবাসীরা