ঢাবি ভিসির পদত্যাগে যা বললেন র্যাপার তাবীব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের পর শুরু হয়েছে বিভিন্ন সেক্টরে রদবদল। শীর্ষস্থানীয়দের পদত্যাগের হিড়িক। শিক্ষাখাতেও একই চিত্র। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে সূত্র নিশ্চিত করেছে।
এদিকে (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পদত্যাগে আজ শনিবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ‘গাল্লিবয়’খ্যাত র্যাপার মাহমুদ হাসান তাবীব। তিনি লিখেছেন, পদত্যাগ করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল। রাজত্ব স্রষ্টা যারে খুশি তারে দেন।
তাবীবের ওই পোস্টে নেটিজেনরা স্বস্তি প্রকাশ করেছেন। কেউ কেউ পদত্যাগ করা ভিসির বিচার দাবি কজরে লিখেছেন, শুধু পদত্যাগ করলে হবে না সুষ্ঠু বিচার চাই। অনেকেই এটিকে সুসংবাদ বলে মনে করছেন।
অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য ছিলেন। গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে তিনি নিয়োগ পান।
মন্তব্য করুন