• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

হানিয়া-বাদশার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৪

ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের প্রেম এখন ওপেন সিক্রেট। তাদের প্রেম নিয়ে যখন সর্ব মহলে চলছে চর্চা ঠিক তখনই এই জুটির নতুন ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল! আর তা নিয়ে শোরগোল নেটিজেনদের মাঝে।

সম্প্রতি বাদশার কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। এরপর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেন। সেখানে দেখা যায়, হানিয়াকে জড়িয়ে ধরে রেখেছেন বাদশা। ক্লিপটিতে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।

এদিকে নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বের নাম দিয়েছেন দুজনে। ক্লিপটিতে পাক সুন্দরী হানিয়াকে ধূসর শার্ট এবং ট্রাউজারে দেখা গেছে। বাদশার পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, এ আমার সুন্দর বন্ধু! তিনি একজন নিখুঁত রকস্টার! বাদশা আসলে হিরো।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে বাদশা লিখেছেন, সবাই জানে আসল রকস্টার কে’। কনসার্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বলে কিছু ভক্ত দাবি করলেও তাদের মধ্যে কয়েকজন দাবি করেছেন যে এটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে ওঠে।

বাদশা এবং হানিয়া বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন বলে গুঞ্জন। বিশেষ করে দুবাইয়ে দেখা হলে তারা প্রায়ই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেন। হানিয়া তার সামাজিকমাধ্যমে বাদশাকে নিয়ে হামেশাই পোস্ট করে থাকেন।

এর আগে গ্রেস জ্যাসমিন মাসিহকে ২০১২ সালে বিয়ে করেছিলেন বাদশা। তাদের ৮ বছরের দাম্পত্যে ইতি ঘটে ২০২০ সালে। দুজনের এক কন্যাসন্তানও রয়েছে, জেসেমাই।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা
পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী আইশার
রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী
প্রসবোত্তর অভিজ্ঞতা শেয়ার করে সমালোচনার মুখে সানা খান