• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ফেসবুকে রাজনৈতিক পোস্ট নিয়ে বিপাকে বিপাশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২৪, ১৩:৩৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে দেখা যাচ্ছে আইডি। সেখান থেকে নিয়মিত দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পোস্ট। যার মধ্যে রয়েছে জাতীয় সংগীত থেকে শুরু করে নানা বিতর্কিত বিষয়! আইডিটি কি বিপাশারই?

এ সম্পর্কে অভিনেত্রী দাবি করেছেন, তিনি ফেসবুক চালান না। এ মাধ্যমে তার কোনো আইডিও নেই। তাই যেসব পোস্ট সেখানে দেওয়া হচ্ছে, সেসবের কিছুই তিনি জানেন না।

বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা বিপাশা দেশের গণমাধ্যমকে এও জানান, তার শুধু ইনস্টাগ্রামে একটি আইডি রয়েছে।

বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজসেবামূলক একটি আয়োজনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন বিপাশা। তিনি বলেন, ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেওয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, তাও আমার বোধগম্য নয়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেত্রী। কিছু স্ক্রিনশট শেয়ার করে বিপাশা সেখানে লিখেছেন, আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
বিশ্ব শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে: প্রেস সচিব
ফেসবুকে ত্রুটি, মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা