ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিচ্ছেদ প্রসঙ্গে অভিষেক বললেন,পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১২ আগস্ট ২০২৪ , ০৫:০৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে অভিষেক-ঐশ্বরিয়া। একটি ভুয়া ভিডিও চাপ বাড়িয়ে দিয়েছিল এই তারকা দম্পতিদের অনুরাগীদের। হতাশ হয়ে ভাবছিলেন বিচ্ছেদ বুঝি হয়েই গেল প্রিয় তারকা দম্পতির। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিষেক। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতি নিয়ে আলোচনার বহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি বুঝতে পারছি, এটা কেন হয়। আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমার তাতে অসুবিধা নেই। আমরা ‘সেলেব্রিটি’। এই ‘সেলেব্রিটি’ তকমা থাকলে এই বিষয়গুলো থাকবেই।

বিজ্ঞাপন

এরপর সোজাসুজি অভিষেক বলেন, আমি এখনও বিবাহিত। এতে স্পষ্ট হয় যে আলাদা হচ্ছেন না রাই সুন্দরী ও জুনিয়র বচ্চন। এ খবর পেয়ে ভক্তরাও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। 

এদিকে ছড়িয়ে পড়া ওই ভুয়া ভিডিওতে এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা অভিষেককে দেখা গিয়েছিল। তাকে বলতে শোনা গিয়েছিল, ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি! তার পরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |