মারা গেছেন ফেরদৌসী রহমানের স্বামী
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উপমহাদেশের বর্ষীয়ান সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের স্বামী প্রকৌশলী রেজাউর রহমান। গত ১২ আগস্ট সন্ধ্যায় বনানীর নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭।
গণমাধ্যমে রেজাউর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ফেরদৌসী রহমানের স্বজনরা।
শিল্পীর পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বনানীতে রেজাউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
ফেরদৌসী রহমানের স্বামী রেজাউর রহমান পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর বিয়ে করেন তারা।
মন্তব্য করুন
বিমান দুর্ঘটনায় কাজলের মৃত্যুর খবর শুনে যা হয়েছিল মা তনুজার
নব্বই দশক থেকে বড় পর্দায় কাজ করছেন বলিউড অভিনেত্রী কাজল। তার সাবলীল অভিনয় এখনও মুগ্ধ করে সিনেমাপ্রেমীদের। তবে যখন প্রচারে ছিলেন না সে সময় একই রকম উৎসাহ ছিল অভিনেত্রীকে ঘিরে। জনপ্রিয়তায় কখনই ভাঁটা পড়েনি তার।
এদিকে খ্যাতির যে বিড়ম্বনাও আছে সেটাও হাড়ে হাড়ে বোঝেন কাজল। একবার অভিনেত্রীর মায়ের কাছে ভুয়া ফোনকল আসে। বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে কাজলের! মেয়ের মৃত্যুর এমন খবর শুনে ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা তনুজা মুখার্জি।
সম্প্রতি কপিল শর্মার শো-তে হাজির হয়েছিলেন কাজল। সেখানেই মৃত্যুর এই গুজব নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি। তবে একবার বিষয়টা হাতের বাইরে চলে যায়।
কাজল বলেন, প্রায় ১০ বছর আগের কথা, একবার মায়ের কাছে ফোন আসে বিমান দুর্ঘটনায় নাকি মারা গেছি। ওই সময় নেটদুনিয়া সচল ছিল না। তাই আমি ফোন করা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল মাকে। খবরটি শুনে তখন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মায়ের।
প্রসঙ্গত, বর্তমানে স্বামী অজয় দেবগন, মেয়ে নাইসা ও ছেলে যুগকে নিয়ে সুখেই দিন পার করছেন কাজল। সন্তান হওয়ার পর কাজ থেকে লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে আবারও পুরোদমে কাজ শুরু করেছেন কাজল।
টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস, অতঃপর...
পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি অনলাইনে তার একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে; যা অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ কারণে ব্যাপক ট্রলিং ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এ টিকটক তারকা।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনের খবর, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি।
এ টিকটক তারকা ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এআইএ) কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
এদিকে এ ঘটনায় নেটিজেনরা বলছেন, এই পাকিস্তানি টিকটকার নিজেই ভিডিওগুলো ফাঁস করেছেন। ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্ল্যাটের মাধ্যমে কিছু সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছিলেন মিনাহিল মালিক।
কিছুদিন আগেই পাকিস্তানি অভিনেত্রী মিশি খান এবং দেশটির বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি আবদুল কাফি প্রকাশ্যে টিকটকারদের ব্যাপক সমালোচনা করেছিলেন। বিশেষ করে সস্তা প্রচারের জন্য অনুপযুক্ত কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে সমালোচনা করেন তারা।
আবদুল কাভি জানিয়েছিলেন, টিকটকার মিনাহিল ও ভাইরাল ছেলেটিকে ব্যক্তিগতভাবে চেনেন তিনি। ভিডিওগুলো সম্পাদিত নয় (এডিটিং নয়) এবং এ ব্যাপারে মুখোমুখি কথা বলার জন্য টিকটকারকে অনুরোধও জানিয়েছিলেন।
আরটিভি/এএ
দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে: পরী
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বেশ আনন্দেই সময় কাটছে তার। তবে তার জীবন চলার পথটা এত মসৃণ নয়। এই অভিনেত্রীকে মাদক মামলায় যেতে হয়েছিল জেলেও। এবার এক টেলিভিশনের অনুষ্ঠানে এসে জানালেন জেলজীবনের অভিজ্ঞতা।
ওই অনুষ্ঠানে পরীমণির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে পরী বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’
জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই নায়িকা বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’
এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমণি। ‘রঙিলা কিতাব’ নামের সিরিজের এবার মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। খুব শিগগিরই ভারতে অভিষেক হতে যাচ্ছে তার। ‘ফেলুবক্সী’ নামে এক ছবিতে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।
আরটিভি /এএ/এসএ
ময়মনসিংহের এক পরিবারের ৯ জনের আত্মহত্যার গল্প নিয়ে নতুন খবর
আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন। আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। গেল তিন বছর ধরে দৃশ্যধারণসহ নানা কাজ সেরেছেন তিনি, কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখেছে। কয়েক দিন আগে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘চক্র’ সিরিজটি।
তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনীত লোমহর্ষক গল্পের সিরিজটি দর্শক পছন্দ করেন। দেখেছেনও বেশ। তারই সফলতায় আয়োজন করা হয়েছিল সাকসেস পার্টির। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ‘চক্র’ টিম কেক কেটে সাকসেস উদযাপন করে। শুধু তা-ই নয়, ‘সিজন ২’ নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির সঙ্গে জড়িত শিল্পী কলাকুশলীরা।
নির্মাতা ভিকি জানান, পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ দর্শকদের ‘চক্র ২’ মুক্তির। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে। ‘সিজন ২’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে।
‘চক্র’তে আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি।
আরটিভি /এএ/এআর
নিজ শহরেই ‘তাওহিদি জনতা’র বাধার মুখে মেহজাবীন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় শোরুম উদ্বোধন করতেও দেখা যায় তাকে। এবার নিজের শহর চট্টগ্রামে বাধার মুখে পড়ে শোরুম উদ্বোধন করতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
শনিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি শোরুমের উদ্বোধনের কথা ছিল তার। গেল ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে চট্টগ্রাম গিয়ে সেই শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তার ফেসবুক বিভিন্ন পোস্টের সূত্রে বোঝা গেছে তিনি চট্টগ্রামেই আছেন। তবে সব কিছু ঠিক থাকলেও নির্ধারিত সময়ে যেতে পারেননি শোরুম উদ্বোধন করতে। রিয়াজউদ্দিন বাজারের শোরুমের ম্যানেজার ইমদাদুল ইসলাম জানান, ব্যক্তিগত কারণে তিনি আসেনি।
এদিকে তাকে না নিয়ে আসার জন্য রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের চাপ ছিল বলে জানিয়েছে আরেকটি সূত্র। মেহজাবীন চৌধুরী যাওয়ার আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি তাওহিদি জনতার ব্যানারে।
রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না। এদিকে বিষয়টি নিয়ে জানতে বণিক সমিতির বর্তমান সভাপতি সালামত আলীর মোবাইলে বেশ কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তাতে সাড়া মেলেনি। তবে শোরুম উদ্বোধনে অংশ নিতে যে তিনি চট্টগ্রামে এসেছেন তা বোঝা যায় পতেঙ্গা সমুদ্রসৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি দেখে। যেটি তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অনলি চিটাগাংস ক্যান রিলেটেড।’
আরটিভি/এএ-টি
মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না: শবনম ফারিয়া
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকেন এ অভিনেত্রী। ফেসবুকে দেওয়া নানা স্ট্যাটাসের কারণে প্রায়ই শিরোনাম হয়ে থাকেন সংবামাধ্যমের।
সোমবার (৪ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ লিখেন, আপনারা যে শুধু খুনি/চোরদের দোসর না, মানসিকভাবেও কত নোংরা সেইটা কমেন্টগুলো পড়ার পরেই বোঝা গেল।
শবনম ফারিয়া বলেন, রাজনীতিবিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করব না, কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করব। গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগমাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো, হেলমেট পরে রাস্তা ঘাটে আর মারামারি না করতে পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙুল দিয়ে মারামারি করে সেইটা কমানোর চেষ্টা করছে আজকাল!
আক্রমণকারীদের উদ্দেশে বলেন, ভাই এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন, আপনারা যে শুধু খুনি বা চোরদের দোসর না, মানসিকভাবেও কত নোংরা সেইটা কমেন্ট গুলো পড়ার পরেই বুঝা গেলো। খারাপ সময়ে মানুষ আরও ডাউন টু আর্থ হন আর আপনারা দল বেঁধে আরো অ্যারোগেন্সি দেখাচ্ছেন! এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা! মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না।
আরটিভি/এএ-টি
ফের বিয়ে করলেন সানি লিওন
দীর্ঘ ১৩ বছর ধরে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সংসার করছেন বলিউড মডেল-অভিনেত্রী সানি লিওন। তাদের নিশা, নোয়া ও আশের নামের তিন সন্তান রয়েছে। স্বামী-সন্তানদের নিয়ে বেশ সুখেই দিন পার করছেন অভিনেত্রী।এসবের মাঝেই তিন সন্তানকে সাক্ষী রেখে ফের বিয়ে করলেন তিনি।
গত ৩১ অক্টোবর মালদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। তবে পাত্র অন্য কেউ নন। ড্যানিয়েলকেই আরও একবার বিয়ে করলেন সানি লিওন।
কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব সানি। মাঝে মধ্যেই সেখানে সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে৷
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানি-ড্যানিয়েল দুজনেই চাচ্ছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। মূলত সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমন উদ্যোগ তাদের। তাই প্রথম বিয়ের ১৩ বছর পর আবারও বিয়ে করলেন সানি-ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে বসেছিল তাদের বিয়ে আসর।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না সানি। বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী। কিন্তু তিনি নিজেকে গুটিয়ে নিলেও ঘুরে ফিরে এখনও তাকে নিয়ে নানান সমালোচনায় মেতে ওঠে নেটিজেনরা। তা নিয়ে নিজের মনের দুঃখ কিংবা আফসোসের কথা বহুবার সাক্ষাৎকারে বলেছেন সানি।
আরটিভি/এইচএসকে/এআর