• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

‘ইমার্জেন্সি’র ট্রেলারে বাজিমাত কঙ্গনার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ আগস্ট ২০২৪, ১৯:০০
কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। চলতি বছর ভারতের সংসদ সদস্য হওয়ার পর প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। সিনেমাটির নাম ‘ইমার্জেন্সি’। দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে এটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইমার্জেন্সি’র ট্রেলার। মুক্তির পর সিনেমাপ্রেমীদের প্রশংসায় ভাসছে কঙ্গনা। সিনেমায় দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে।

শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এই সিনেমার পরিচালক এবং প্রযোজকও তিনিই। এর আগে ইন্দিরা গান্ধীর লুকে সবাইকে রীতিমতো চমকে দিয়েছিলেন কঙ্গনা। এবার সিনেমার ট্রেলারেও বাজিমাত করলেন তিনি।

মূলত রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক ট্রেলারে উঠে এসেছে সিনেমার ট্রেলারে। কেমনভাবে ‘বোবা পুতুল’র তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন ইন্দিরা।সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরা টুকরা ঝলকও উঠে এসেছে ট্রেলারে।

এর আগে কঙ্গনার নির্বাচনী প্রচারণার কারণে মুক্তির তারিখ পেছানো হয়েছিল সিনেমাটির। তবে লোকসভা নির্বাচনে জয়ের পর একটি পোস্টারসহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের গ্রেপ্তারকে সমর্থন করে যা বললেন কঙ্গনা
দেশের কোনো পিতা নেই: কঙ্গনা
সবাই আমাকে নিশানা করছে: কঙ্গনা
যে কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার