• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মারা গেছেন নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ আগস্ট ২০২৪, ২৩:২৬
প্রয়াত নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী
প্রয়াত নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টালিউডের খ্যাতিমান ও জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় নিজের রিজেন্ট পার্কের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তীর মৃত্যুর খবরটি নিশ্চত করেন তার দীর্ঘদিনের সহকারী।

তিনি বলেন, ‘সন্ধ্যায় চা খেয়েছিলেন তিনি (উৎপলেন্দু চক্রবর্তী)। তারপরেই হঠাৎ করে ঝিমিয়ে পড়লেন। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এর কিছুক্ষণ পরেই মারা যান এই নির্মাতা।

আশির দশকে ‘চোখ’, ‘ময়নাতদন্ত’, ‘দেবশিশু’র মতো অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা উৎপলেন্দু। ১৯৮২ সালে ‘চোখ’সিনেমার জন্য সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার তিনি।

এ ছাড়াও উৎপলেন্দুর ভারতের রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি’র স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

জানা গেছে, গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় উৎপলেন্দু চক্রবর্তীর। পরে তার কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। স্মৃতিভ্রমের সমস্যাও ছিল এই নির্মাতার। এর পাশাপাশি প্রস্টেট এবং সিওপিডি’র সমস্যায় ভুগছিলেন তিনি। মে মাসেও পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যাননি ঋতাভরী
গুরুতর আহত হয়ে হাসপাতালে ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু