• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে পারিশ্রমিকের ২১ কোটি টাকা ফেরত দেবেন নির্মাতা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ আগস্ট ২০২৪, ১২:০১
ছবি সংগৃহীত

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রবি তেজা। তার অভিনীত তেলেগু ভাষার নতুন সিনেমা ‘মিস্টার বচ্চন।’ গত ১৫ আগস্ট বিশ্বের ১ হাজার পর্দায় মুক্তি পায় হরিশ শঙ্কর নির্মিত এই সিনেমাটি।

তবে বক্স-অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। ফলে কড়া সমালোচনার মুখে পড়েছেন হরিশ শঙ্কর। এমন পরিস্থিতিতে নিজের পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নির্মাতা।

ভারতীয় গণমাধ্যমের পিঙ্কভিলার তথ্য অনুযায়ী, ‘মিস্টার বচ্চন’ মুক্তির কয়েক দিনের মধ্যে বক্স-অফিসে করুণ অবস্থা দেখা যায় সিনেমাটির। কম আয় করায় সিনেমাটির প্রযোজকদের ওপরে প্রভাব ফেলেছে। ফলে সিনেমাটির জন্য নেওয়া পারিশ্রমিক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হরিশ শঙ্কর।

জানা গেছে, ‘মিস্টার বচ্চন’ সিনেমাটি নির্মাণের জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। যা বাংলাদেশি টাকায় ২১ কোটি ৩৩ লাখ টাকার বেশি। কিন্তু পুরো অর্থই ফেরত দেবেন এই নির্মাতা। পাশাপাশি একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নতুন আরেকটি সিনেমা নির্মাণের প্রতিশ্রুতিও তিনি।

‘মিস্টার বচ্চন’ নির্মাণে প্রযোজক টি জি বিশ্ব প্রসাদ ব্যয় করেন ৮০ কোটি রুপি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ৬ দিনে শুধু ভারতে ‘মিস্টার বচ্চন’আয় করেছে ১০.৬ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার বেশি)।

প্রসঙ্গত, ‘মিস্টার বচ্চন’সিনেমায় একজন সৎ ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে দেখা গেছে রবি তেজাকে। এ ছাড়াও অভিনয় করেছেন— জগপতি বাবু, ভাগ্যশ্রী, অন্নপূর্ণা, সত্য প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়