• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ আগস্ট ২০২৪, ১২:৫০
ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক এম কে জামান। সিনেমাটির নাম ‘মাদার অব ডেমোক্রেসি।’ কিন্তু সিনেমাটি নির্মাণ বন্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।

জানা গেছে, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট। গত ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে।

সিনেমাটি নির্মাণ নিয়ে গণমাধ্যমকে জামান বলেন, অনেক দিন ধরেই আমরা সিনেমাটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ সিনেমাটি মানুষকে দেখতে হবে।

তবে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি নির্মাতা। এ প্রসঙ্গে জামান বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা সিনেমা তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে সিনেমার কাস্টিং জানানো হবে।

নির্মাতা জানিয়েছিলেন, সব রকম অনুমতি নিয়েই তারা সিনেমাটি শুরু করতে যাচ্ছেন। তবে, এখন জানা যাচ্ছে, সিনেমাটি নিয়ে কোনো ধরনের অনুমতিই নেওয়া হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসের সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি জায়েদ-জয়-সাজুসহ ৫০ জন
লালবাগে শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ