• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ আগস্ট ২০২৪, ১৩:৩৯
ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও-পত্রলেখা। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। তবে এতদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন তারা। এবার নীরবতা ভাঙলেন অভিনেতার স্ত্রী পত্রলেখা।

ভারতীয় গণমাধ্যম গালাতা ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পত্রলেখা বলেন, আমার পেট যখন মেদবহুল হয়, তখন আমি অন্তঃসত্ত্বা। কিন্তু আমি একজন মেয়ে, কিছু সময় যায় তখন আমি ভালো থাকি না। শুরুতে আমি বিষয়টি নিয়ে বিরক্ত ছিলাম।

এরপর থেকে এ বিষয় সংশ্লিষ্ট মন্তব্য পড়া বন্ধ করে দিই। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ছবি দেখেই চলে আসি।

নেটিজেনদের সমালোচনা করে তিনি বলেন, তাদের সমস্যা আছে। আপনি কি পরেন, কি পরেন না, আপনার চুল ঠিক নেই— এসব নিয়ে তাদের সমস্যা আছে।

প্রসঙ্গত, প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন রাজকুমার-পত্রলেখা। পরে ২০২১ সালের ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধেন তারা। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল তাদের বিয়ের রাজকীয় আসর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯০০ কোটি ছুঁতে চলেছে শ্রদ্ধার সিনেমা
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও