• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মুরাদ নূরের সুরে কাওয়ালী গানে টুটুল

আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ১৯:৫৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

তরুণ সুরকার মুরাদ নূরে সুরে কাওয়ালী গান গাইলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে পিপাসার পানি শিরোনামের গানটি শিগগিরই প্রকাশ হবে।

গান প্রসঙ্গে এস আই টুটুল বলেন, কাওয়ালী গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে কাওয়ালী গান ‘পিপাসার পানি’ করলাম। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

সুরকার মুরাদ নূর বলেন, একটা কাওয়ালী গান করার পরিকল্পনা ছিল। সময়ের পরিকল্পনা অনুযায়ী গানটি তৈরি করেছি।

বন্যা পরিস্থিতি শিথিল হলেই নূর ক্রিয়েশনস ও এস আই টুটুলের অফিসিয়াল পেইজসহ সকল ডিজিটাল মাধ্যমে গানটি অবমুক্ত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুরাদ নূরের সুরে জিয়াউর রহমানের থিম সং গাইলেন রাজীব
মুরাদ নূরের সুরে সামিনা চৌধুরীর নতুন গান ‘মেঘবরষা’
মুরাদ নূরের সুরে নতুন রূপে সুফিয়া কামালের ‘প্রার্থনা’