• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই: পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ আগস্ট ২০২৪, ০৯:৫৬
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।

পরীমণি আরও লিখেছেন, পরিশ্রমের যেমন বিকল্প হয় না, ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন ‘আমি-আমি, আমার-আমার’ ছেড়ে ‘আমাদের’ বলতে শিখব, ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে।

সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!

ভক্ত-অনুরাগীরা পরীর এই ছবিতে নানা ধরনের মন্তব্য করেছেন।

রুহুল চৌধুরী নামে একজন লিখেছেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। এই সুন্দর হাসিগুলোর মান রাখতেই হবে।

রুম্মান রশীদ খান লিখেছেন, প্রাউড অব ইউ পরীমণি।

মোহাম্মদ জামাল লিখেছেন, আলহামদুলিল্লাহ। শুভ কামনা রইলো।

হুসাইন সেতু নামে আরেকজন লিখেছেন, একটা কথা খুব ভালো লেগেছে, আমি না বলে আমরা বলতে শিখতে হবে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা জটিলতায় পরীমণি
কক্সবাজারে নারীকে কান ধরানোর ঘটনায় তারকাদের প্রতিবাদ
মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার: পরীমণি
ছেলের সঙ্গে পরীর খুনসুটির ভিডিও ভাইরাল