• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আরাফাত আটকের খবরে মিষ্টি নিয়ে গুলশান থানায় হিরো আলম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ আগস্ট ২০২৪, ১৭:১২
সংগৃহীত
ছবি:সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে বলে গুঞ্জন ওঠে।

এ খবরে মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

হিরো আলম বলেন, কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমে জানতে পারলাম আরাফাতকে আটক করা হয়েছে। এ জন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি। আশপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াব।

হিরো আলম আরও বলেন, সিদ্ধান্তও নিয়েছি বুধবার (২৮ আগস্ট) আরাফাতের নামে হত্যা মামলা দায়ের করব। কেননা, এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যাচেষ্টা করেছিল সে। এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাফাত। এ কারণে তার নামে মামলা করব।

এর আগে গত বছর ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এমনকি কেউ কেউ গোপনে দেশ ছাড়তে গিয়ে আটক হন। এরইমধ্যে হিরো আলম জানান―আরাফাতকে খুঁজছেন তিনি। ওই সময়ও তার জেতা আসন আরাফাত ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ স্মৃতিস্তম্ভে হিরো আলমের টিকটক, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’
একই মামলার আসামি হলেন অপু বিশ্বাস-হিরো আলম
হিরো আলমের ওপর হামলা, অভিযুক্তদের জামিন