• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

যে কারণে পদত্যাগ করলেন অভিনেতা মোহনলাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ আগস্ট ২০২৪, ১৯:৫৯
মোহনলাল
মোহনলাল

বর্তমানে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল অবস্থা বিরাজ করছে দক্ষিণী ফিল্ম মহলে। এমতাবস্থায় অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টের (এএমএমএ) প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা মোহনলাল।

সংগঠনটির কয়েকজন সদস্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর মঙ্গলবার (২৭ আগস্ট) দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুধু তাই নয়, ভেঙে দেওয়া হয়েছে অভিনেতার নেতৃত্বাধীন পুরো কমিটিই।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৯ আগস্ট হেমা কমিটি রিপোর্ট প্রকাশের পর কয়েকজন পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসে। এ তালিকায় মালায়ালাম ফিল্ম অ্যাসোসিয়েশনের কমিটির কয়েকজন সদস্যরও নাম রয়েছে।

বিষয়টি নিয়ে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্ট (এএমএমএ) একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘আশা করছি, এএমএমএ নতুন নেতৃত্ব পাবে, যা সমিতিকে পুনর্নবীকরণ এবং শক্তিশালী করতে সক্ষম হবে। সমালোচনা ও সংশোধন করার জন্য সবাইকে ধন্যবাদ।’

নতুন কমিটি গঠনের জন্য আগামী দুই মাসের মধ্যে সভা ডাকা হবে। এ বিষয়ে প্রত্যেক সদস্যকে অবগত করা হবে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।

জানা গেছে, হেমা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্তা, কাস্টিং কাউচ, বেতন বৈষম্য, শোষণের তথ্য প্রকাশ করে। এতে সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের যৌন হেনস্তার বিষয়টিও প্রকাশ করা হয়।

এএমএম-এর সাধারণ সম্পাদক ছিলেন অভিনেতা সিদ্দিক। তবে তার বিরুদ্ধে এক অভিনেত্রীর যৌন হেনস্তার অভিযোগ করার পর এ পদ থেকে পদত্যাগ করেন তিনি। এ ছাড়াও পরিচালক রঞ্জিত, থুলসিদাস, অভিনেতা জয়সুরিয়া, মুকেশ, মানিয়ানপিলা রাজু, এদাভেলা বাবু এবং সুরজ ভেঞ্জারামুডুর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি মালায়ালাম অভিনেতা মোহনলাল